পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে আবারও বিশাল বড় চাকরির সুখবর। বঙ্গবাসীদের জন্য জেলায় জেলায় কো-অপারেটিভ ব্যাংকে ন্যূনতম যোগ্যতায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ হতে যাচ্ছে। যে সমস্ত প্রার্থীরা স্বল্প যোগ্যতায় ব্যাংকে চাকরি করতে আগ্রহী তাদের মনের ইচ্ছে পূর্ণ হতে যাচ্ছে। অবশেষে রাজ্যের চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। বেকার চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রচুর শূন্য পদে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। আপনি যদি একজন বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন বা সরকারি চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নেওয়া দরকার, কারণ এই প্রতিবেদনেই চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য ভালোভাবে উল্লেখ করা রয়েছে যেখান থেকে আপনারা এই চাকরি সম্বন্ধে জেনে তাড়াতাড়ি আবেদন জানাতে পারবেন।
পদের নাম: যে সমস্ত পদে এখানে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নাম গুলি হল-
- সহকারি ক্লার্ক
- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
- জুনিয়র সুপারভাইজার
- সুপারভাইজার
বয়স সীমা: এখানে আবেদন জানানোর জন্য নূন্যতম চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ এখানে ৪০ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে যেকোনো সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছর বয়সের ছাড় পাবেন অর্থাৎ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলায় এই কর্মী নিয়োগ করা হবে:
- নদীয়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (NADIA DISTRICT CENTRAL CO-OPERATIVE BANK LTD. )
- হুগলি জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (HOOGHLY DISTRICT CENTRAL CO-OPERATIVE BANK LTD. )
- পুরুলিয়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক ( PURULIA CENTRAL CO-OPERATIVE BANK LTD. )
- জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (JALPAIGURI CENTRAL CO-OPERATIVE BANK LTD. )
- মালদা জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক ( MALDA DISTRICT CENTRAL CO-OPERATIVE BANK LTD. )
- রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক ( RAIGANJ CENTRAL CO-OPERATIVE BANK LTD.)
বেতন: প্রত্যেকটি জেলার কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে এখানে যে নিয়োগ করা হবে সেখানে জেলায় জেলায় আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। তবে এখানে যারা যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে ২১,৮৮৩ টাকা থেকে ৫৮,৬৪৪ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই স্নাতক পাস। এর পাশাপাশি প্রার্থীদের ন্যূনতম কমপক্ষে ছয় মাসের বা এক বছরের কম্পিউটার নলেজ থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের মূল্য তো লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। চাকরি-প্রার্থীদের ৮৫ নাম্বারের লিখিত পরীক্ষা ও ১৫ নাম্বার এর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রথমে কম্পিউটার বেস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের পরবর্তীকালে আবারো কম্পিউটার বেস লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এক্ষেত্রে প্রার্থীদের ১:১০ অনুপাতে ডাকা হবে। এরপর যারা যারা উত্তীর্ণ হবেন তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ১:৬ অনুপাতে ইন্টারভিউ ডাকা হবে।
পরীক্ষার সিলেবাস: যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের প্রস্তুতির জন্য নিচে সিলেবাসটি দেওয়া হল –
(i) Bengali
(ii) English
(iii) Mathematics (IN ENGLISH VERSION ONLY)
(iv) General Knowledge and Current Affairs (IN ENGLISH VERSION ONLY)
(v) Clerical Aptitude. (IN ENGLISH VERSION ONLY)
এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এবং প্রতি চারটি কোশ্চেন ভুল হলে এক নাম্বার করে কেটে নেওয়া হবে।
এই নিয়োগ সম্পর্কে এবং এই চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE

Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.