ভারতীয় স্টেট ব্যাংকের তরফে 1497 শূন্য পদে কর্মী নিয়োগ | State Bank of India Job Recruitment

ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে 1497 বেশি শূন্য পদে নতুন করে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তাদের সুবিধার্থে নতুন করে চাকরির খবর নিয়ে আসা হলো। যারা দীর্ঘদিন ধরে ব্যাংকে চাকরি করতে আগ্রহী তাদের সুবিধার্থে আজকের নতুন এই চাকরির আপডেট। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তারা অবশ্যই বিস্তারিত ভাবে এই আপডেটটি জেনে তাড়াতাড়ি অনলাইনে আবেদন জানাতে পারেন। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে।

পদের নাম: এখানে যে পথে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম হলো- Deputy Manager (Systems) – Project Management & Delivery

মোট শূন্যপদ: 187 টি

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি-প্রার্থীদের অবশ্যই B.Tech/B.E./MCA/M.Tech যোগ্যতা থাকতে হবে।

পদের নাম: এখানে যে পথে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম হলো- Deputy Manager (Systems) – Infra Support & Cloud Operations

মোট শূন্যপদ: 412 টি

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি-প্রার্থীদের অবশ্যই B.Tech/B.E./MCA/M.Tech যোগ্যতা থাকতে হবে।

পদের নাম: এখানে যে পথে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম হলো- Deputy Manager (Systems) – IT Architect

মোট শূন্যপদ: 27 টি

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি-প্রার্থীদের অবশ্যই B.Tech/B.E./MCA/M.Tech যোগ্যতা থাকতে হবে।

পদের নাম: এখানে যে পথে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম হলো- Assistant Manager (System)

মোট শূন্যপদ: 784 টি

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি-প্রার্থীদের অবশ্যই B.Tech/B.E./MCA/M.Tech যোগ্যতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি: এখানে মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার প্যাটার্ন-

Duration: 45 minutes
Total Questions: 110
Total Marks: 150

আবেদন পদ্ধতি: এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদন জানানোর জন্য চাকরি-প্রার্থীদের প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটির সম্পূর্ণ করে লগইন করে মূল ফর্মটা ফিলাপ করতে হবে। অনলাইনে আবেদন করার সময় চাকরি-প্রার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ফটো ও সিগনেচার স্ক্যান করে আপলোড দিতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিতে হবে এবং আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: এখানে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ১৪/৯/২০২৪ তারিখ থেকে এবং আবেদন চলবে ৪/১০/২০২৪ তারিখ পর্যন্ত।

এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

Leave a Comment