আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? মাধ্যমিক পাস যোগ্যতায় স্থায়ী পদে একটা ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে এই সংস্থার অধীনে ২ হাজারের ও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। তবে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হলেও উচ্চমাধ্যমিক ও ITI পাস করে থাকলেও এক্ষেত্রে আবেদন করতে পারবেন। সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যে ONGC এর মোট যতগুলি সেন্টার রয়েছে সেই প্রতিটি সেন্টারেই এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
সারা ভারতবর্ষ জুড়ে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) এর অধীনে মোট ৬ টি সেক্টর রয়েছে। এই ৬ টি সেক্টর এর অধীনে মোট ২৫ টি জোন রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই ২৫ টি জোনে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নেওয়া হবে। মোট ৬ টি সেক্টরের মধ্যে Northern Sector এ ১৬১ টি শূন্যপদে, Mumbai Sector এ ৩১০ টি শূন্যপদে, Western Sector এ ৫৪৭ টি শূন্যপদে, Eastern Sector এ ৫৮৩ টি শূন্যপদে, Southern Sector এ ৩৩৫ টি শূন্যপদে এবং Central Sector এ ২৪৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
উপরিউক্ত Sector গুলির মধ্যে Central Sector এর অধীনে থাকা পশ্চিমবঙ্গের কলকাতা, বোকারো ও আগরতলা জোনে লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ফিটার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মেসিনিস্ট, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, সার্ভেয়ার, ইলেকট্রনিক্স মেকানিক সহ আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে। বাকি শূন্যপদ গুলির বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:-
Central Sector এর অধীনে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, বোকারো ও আগরতলা জোন গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। সেইসঙ্গে প্রতিটি পদের ক্ষেত্রে পদ বিশেষে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যেমন-
লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট- এই পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
ফিটার-এই পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিটার সাবজেক্টে ITI পাস করে থাকতে হবে।
কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট-এই পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে COPA ট্রেডে ITI পাস করে থাকতে হবে।
ইলেকট্রনিক্স মেকানিক-এই পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স মেকানিক নিয়ে ITI পাস করে থাকতে হবে।
এছাড়াও বাকি যে পদ গুলি রয়েছে সেগুলির জন্য কি কি যোগ্যতা লাগবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদনের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা:-
উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২৫/১০/২০২৪ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন করার পদ্ধতি:-
উপরিউক্ত পদ গুলিতে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য সবার প্রথমে apprenticeshipindia.gov.in এ গিয়ে apprentice oppertunities ট্যাবে গিয়ে আগে আবেদনকারীকে নিজের নামে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর সেখানে Apply লিঙ্কে ক্লিক করে সঠিক তথ্য বসিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ।
স্টাইপেন্ডের পরিমাণ:-
প্রতিটি পদের ক্ষেত্রেই ট্রেনিং পিরিয়ড চলাকালীন প্রত্যেক প্রশিক্ষন কারীকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অংকের টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে। তবে পদ বিশেষে স্টাইপেন্ডের পরিমাণ আলাদা আলাদা থাকবে।
আবেদনের সময়সীমা:-
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ২৫/১০/২০২৪ পর্যন্ত। তাই যারা আবেদন করার জন্য ইচ্ছুক ও যোগ্য তারা আর সময় নষ্ট না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।
Official Notice: Download Now
Apply Now: Click Here
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.