মাধ্যমিক পাশে ITBP তরফ থেকে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ | ITBP Constable Vacancy 2024

আবারো শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ইতিমধ্যে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ITBP তরফ থেকে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। নারী পুরুষ নির্বিশেষে এখানে সকল ধরনের চাকরি-প্রার্থীরা আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন। প্রচুর শূন্য পদ রয়েছে তাই এখানে সকল চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। সরাসরি অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখানে চাকরি করতে ইচ্ছুক হলে অবশ্যই বিস্তারিতভাবে নিচের দেওয়া আপডেটটি ভালোভাবে জেনে নেবেন।

পদের নাম:
১.হেড কনস্টেবল- Head Constable (Dresser Veterinary)
Male: 5 vacancies
Female: 1 vacancy

২. কনস্টেবল Constable (Animal Transport)
Male: 97 vacancies
Female: 18 vacancies

৩. কনস্টেবলConstable (Kennelman)
Male: 4 vacancies

মোট শূন্য পদ: সব মিলিয়ে এখানে মোট 128টি  শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: হেড কনস্টেবল-পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। এছাড়াও কনস্টেবল পদে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে।

বয়স সীমা: এখানে আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী রয়েছেন তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবেন। SC/ST চাকরিপ্রার্থীরা এখানে 5 বছরের এবং OBC চাকরি প্রার্থীরা এখানে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন।

বেতন: Head Constable (Dresser Veterinary): পদে যারা চাকরি পাবেন তাদের Pay Level 4: Rs.25,500 – 81,100/- (7th CPC) অনুযায়ী বেতন দেওয়া হবে।

Constable (Animal Transport and Kennelman): পদে যারা চাকরি পাবেন তাদের Pay Level 3: Rs.21,700 – 69,100/- (7th CPC) অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরি-প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে অনলাইনে আবেদন জানানোর জন্য চাকরি-প্রার্থীদের https://recruitment.itbpolice.nic.in/ওয়েবসাইট ভিজিট করে আবেদন জানাতে হবে। এখানে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে এবং পরবর্তীকালে মূল ফর্মটা ফিলাপ করতে হবে।

নিয়োগ পদ্ধতি: এখানে মূলত ফিজিক্যাল ফিটনেষ্ট টেস্ট, লিখিত পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য: General/OBC চাকরি বাকরিদের এখানে আবেদন মূল্য হিসেবে Rs.100/-টাকা দিতে হবে এবং SC/ST/Ex-servicemen/Women চাকরি-প্রার্থীদের এখানে কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনে আবেদন শুরু হয়েছে ১২/৮/২০২৪ তারিখ থেকে এবং আবেদন চলবে ২৯/৯/২০২৪ তারিখ পর্যন্ত।

এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ফলো করতে পারেন।

Leave a Comment