লিখিত পরীক্ষা ছাড়াই ইন্ডিয়ান ব্যাঙ্কে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ
আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক? বহুবার IBPS পরীক্ষা দিয়েও আজ পর্যন্ত পাস করতে পারেননি? সেই কারণে লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত সুখবর। ইন্ডিয়ান ব্যাঙ্ক হল আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলির মধ্যে একটি। সম্প্রতি এই ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতের যে কোনো রাজ্য থেকেই চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষার ঝঞ্ঝাট ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্রাস্ট ফর রুরাল ডেভেলপমেন্ট ফাইনান্সিয়াল লিটারেসি কাউন্সিলর (FLC) বা আর্থিক স্বাক্ষরতা পরামর্শদাতা পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে কর্মী নিয়োগ করার মুখ্য উদ্দেশ্য হল আর্থিক শিক্ষার প্রচার করা অর্থাৎ উল্লেখ্য পদে নিযুক্ত কর্মীদের কাজ হবে গ্ৰাম ও শহর উভয় অঞ্চলের মানুষদের ক্রেডিট কাউন্সিলিং করা।
মাসিক বেতন:-
সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। সেইসঙ্গে তারা সারা মাসে মোট যতগুলি করে ফাইনান্সিয়াল লিটারেসি কাউন্সিলিং ক্যাম্প পরিচালনা করতে পারবেন সেই অনুযায়ী তাদেরকে ইনসেনটিভ দেওয়া হবে। যেমন –
১ মাসে ০-৪ টে ক্যাম্প পরিচালনা করলে কোনো ইনসেনটিভ পাওয়া যাবে না।
১ মাসে ৫-৯ টা ক্যাম্প পরিচালনা করলে ২,০০০ টাকা ইনসেনটিভ পাওয়া যাবে।
১ মাসে ১০ টা বা তার বেশি ক্যাম্প পরিচালনা করলে ৪,০০০ টাকা ইনসেনটিভ পাওয়া যাবে।
এগুলি ছাড়াও মোবাইল রিচার্জ, ট্রাভেল অ্যালোয়েন্স জাতীয় বিভিন্ন সুবিধা গুলিও দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
ইন্ডিয়ান ব্যাঙ্ক এর তরফ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সর্বপ্রথম সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indianbank.in এ গিয়ে সেখানে থেকে এই নিয়োগের আবেদন পত্র ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর সেই আবেদন পত্রটি প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স এই পূরণ করা আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিম্নলিখিত ঠিকানাতে নির্ধারিত সময়ের আগে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।
নির্ধারিত বয়সসীমা:-
উল্লেখ্য পদে চাকরির পাওয়ার জন্য আবেদন জানাতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৮ বছরের মধ্যে।
প্রয়োজনীয় যোগ্যতা:-
উল্লেখ্য পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে RBI, NABARD, SIDBI এর মতো আর্থিক সংস্থা থেকে অবসরপ্রাপ্ত একজন কর্মচারী হতে হবে। এছাড়াও আবেদনকারীর ব্যাঙ্ক বা অন্য যে কোনো আর্থিক সংস্থার কর্মকর্তা হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেইসঙ্গে গ্ৰামীন ব্যাঙ্কিং পরিষেবা ও বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে নলেজ থাকতে হবে। এছাড়াও যে অঞ্চলে নিয়োগ করা হবে সেখানকার স্থানীয় ভাষা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। এছাড়াও কম্পিউটার নলেজ থাকতে হবে অর্থাৎ MS office এর অন্তর্ভুক্ত যাবতীয় প্রোগ্ৰামের মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে। ইংরেজি টাইপিং এ পারদর্শী হতে হবে।
নির্বাচন পদ্ধতি:-
এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, অন্যান্য দক্ষতা সবকিছু বিবেচনা করে তার ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে পার্সোনালিটি টেস্ট ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে। সবশেষে এই পার্সোনালিটি টেস্ট ও স্কিল টেস্টের রেজাল্ট এর ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে যারা যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ ও ঠিকানা:-
ইন্ডিয়ান ব্যাঙ্ক এর অধীনে ফাইনান্সিয়াল লিটারেসি কাউন্সিলর (FLC) বা আর্থিক স্বাক্ষরতা পরামর্শদাতা পদে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে। আবেদন জানানোর শেষ তারিখ হলো ৩০ শে অক্টোবর ২০২৪। তাই যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের আগে নিম্নলিখিত ঠিকানাতে আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা-
The Zonal Manager
Indian Bank: Zonal Office Dibrugarh
T.R phukan Road, Chiring Chapori ,
Dibrugarh- 786001, Assam.
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.