উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ইন্টারভিউয়ের মাধ্যমে ICMR এ ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ইন্টারভিউয়ের মাধ্যমে ICMR এ ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ।

আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় চাকরি খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি পড়ুন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এমনই এক চাকরির সুখবর আপনাদেরকে জানাবো।

কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। এখানে দুই ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হলো।

শূন্যপদের নাম:-
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথে ডেটা এন্ট্রি অপারেটর ও সিনিয়র রিসার্চ ফেলো এই দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ সম্পর্কিত বিবরণ

ডেটা এন্ট্রি অপারেটর:-

শিক্ষাগত যোগ্যতা-
সংশ্লিষ্ট সংস্থার অধীনে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারের মাধ্যমে ঘন্টায় ১,৫০০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও আগে কোনো জায়গায় কাজের অভিজ্ঞতা থাকলে এক্ষেত্রে অগ্ৰাধিকার পাওয়া যাবে।

বয়সসীমা ও বেতনের পরিমাণ-
ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

সিনিয়র রিসার্চ ফেলো:-

শিক্ষাগত যোগ্যতা –
সংশ্লিষ্ট সংস্থার অধীনে সিনিয়র রিসার্চ ফেলো পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারিতে ডিগ্ৰি অর্জন করে থাকতে হবে। সেইসঙ্গে রিসার্চ এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও বেতনের পরিমাণ-
সিনিয়র রিসার্চ ফেলো পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৪৪,৪৫০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরি পাওয়ার জন্য আগে থেকে কোনো রকম কোনো আবেদন করার প্রয়োজন নেই। এক্ষেত্রে সরাসরি নির্ধারিত দিনে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গিয়ে ইন্টারভিউ দিলেই চলবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-
ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে সাথে করে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। সেখানেই সব বিস্তারিত ভাবে উল্লেখ করা রয়েছে।

নিয়োগ পদ্ধতি:-
এক্ষেত্রে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে যোগ্য ব্যাক্তিদের চাকরিতে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান :-
ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ২৮ শে অক্টোবর ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ এর মুম্বাই দপ্তরে। যারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক ও যোগ্য তাদেরকে ২৮ শে অক্টোবর সকাল ১০ টার আগে উল্লেখ্য ঠিকানাতে পৌঁছে যেতে হবে।

আরো খবর পড়ুন: CLICK HERE 

Leave a Comment