পি.এম কিষান যোজনার গ্ৰাহকেরা ভুলেও এই কাজ করবেন না, তাহলেই ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

পি.এম কিষান যোজনার গ্ৰাহকেরা ভুলেও এই কাজ করবেন না, তাহলেই ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

সমূহ বিপদ! আমাদের দেশের পি.এম কিষান যোজনার উপভোক্তাদের চরম সর্বনাশের হাত থেকে বাঁচাতে এক সতর্ক বার্তা জারি করেছে পুলিশ প্রশাসন। বর্তমানে পি.এম কিষান যোজনাকে ঘিরে চরম জালিয়াতি চলছে। আপনি যদি একজন পি.এম কিষান যোজনার উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার না বুঝে করা ছোট্ট একটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টে পি.এম কিষান যোজনার টাকা ঢোকার বদলে এক মূহুর্তের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে।

ভারতের দরিদ্র কৃষকদের আর্থিক দিক থেকে সাহায্য করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পি.এম কিষান যোজনা চালু করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে এই প্রকল্প কৃষকদের ভালো করার বদলে উল্টে তাদের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে সতর্কতা জারি করে জানানো হয়েছে যে, কিছু সংখ্যক হ্যাকার মিলে একেবারে এই পি.এম কিষান যোজনার মতোই হুবহু একটি ডুপ্লিকেট অ্যাপ বানিয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা এই অ্যাপের লিঙ্কটি শেয়ার করছেন। এর দ্বারা তারা এটা বোঝাতে চাইছেন যে পি .এম কিষান যোজনার জন্য কোনো রকম আবেদন পত্র জমা দেওয়া ছাড়াই শুধুমাত্র এই অ্যাপটি ডাউনলোড করলেই কৃষকরা এই যোজনার সকল সুবিধা আপনাআপনিই পেয়ে যাবেন। আর এই মিথ্যা লোভের বশবর্তী হয়ে একবার যদি কেউ এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেন তাহলেই ব্যাস চরম বিপদের মুখে পড়া থেকে কেউ আটকাতে পারবে না।

বিপদ আটকাতে কি করতে হবে?
এই পি.এম কিষান যোজনাকে কেন্দ্র করে ঘটে চলা জালিয়াতির হাত থেকে বাঁচতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাকে আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লক অফিসে গিয়ে এই যোজনার বিষয়ে সবকিছু বিস্তারিত ভাবে জানতে পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও হোয়াটসঅ্যাপে এই যোজনার সাথে যুক্ত হন বলে পাঠানো যে কোনো অ্যাপ ডাউনলোড করতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

এই স্ক্যাম অ্যাপটি কিভাবে ক্ষতি করে?
এই স্ক্যাম অ্যাপটি ডাউনলোড করার সাথে সাথে হ্যাকাররা ব্যাবহারকারীর ফোনের অ্যাক্সেস পেয়ে যায়। তখন ফোনে ভেরিফিকেশন এর জন্য কোনো OTP ঢুকতে পারে না। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা ব্যাবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়।

এই স্ক্যাম অ্যাপটি ডাউনলোড করে ফেললে তার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন?
বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ স্নেহাশীষ চৌধুরী জানিয়েছেন যে, যদি কোনো ব্যক্তি না বুঝে ভুল বশত এই স্ক্যাম অ্যাপটি ডাউনলোড করে ফেলেন সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সাথে সাথে নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করতে হবে সেইসঙ্গে ব্যাবহার কারীকে তার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। তিনি এও জানিয়েছেন যে কিছুদিন আগেই কাটোয়া তে ১০/১৫ জনের হোয়াটসঅ্যাপে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য লিঙ্ক পাঠানো হয়েছিল। তবে তারা সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড না করাতে বড়ো বিপদের সম্মুখীন হতে হতেও বেঁচে গেছেন।

কিভাবে আপনি আপনার ব্যাক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন?
নিম্নলিখিত কাজ গুলি করার মাধ্যমে আপনি সর্বদা আপনার ব্যাক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। যেমন-

১) কোনো অ্যাপ ইন্সটল করার পূর্বে সেটি ঝুঁকি মুক্ত কিনা তা সব সময় যাচাই করে নেবেন।

২) কোনো সময় যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ এ এই ধরনের কোনো জাল লিঙ্ক পাঠানো হয়েছে বলে সন্দেহ করে থাকেন তাহলে সাথে সাথে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে রিপোর্ট করুন।

কারনে বর্তমান যুগে যেভাবে চারিদিকে হ্যাকিং এর মতো ক্রাইম ক্রমাগত বেড়েই চলেছে তাতে করে আপনি যদি সতর্ক না থাকেন আপনার ব্যাক্তিগত তথ্য সুরক্ষিত না রাখেন তাহলেই চরম সর্বনাশ ঘটে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *