উচ্চমাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য কোনো রূপ লিখিত পরীক্ষার চাপ ছাড়াই সরকারি চাকরি পাওয়ার এক সুবর্ন সুযোগ। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি মিলবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায়। যার নাম হল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা JCI। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের একজন স্থায়ী বাসিন্দা হলে এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে কোনো চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থার নাম:-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (JCI) এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদের নাম:-
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা JCI এর পক্ষ থেকে Apprentice Trainee পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়া হবে কাঁচা পাট সংগ্ৰহ ও তার প্রক্রিয়াকরণ সম্পর্কিত বিষয়ের উপর।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
JCI এর অধীনে Apprentice ট্রেনিং এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে যারা যারা ২০২০-২০২৩ সালের মধ্যে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারাই শুধুমাত্র এক্ষেত্রে আবেদন করতে পারবেন। ২০২০ সালের আগে অথবা ২০২৩ সালের পর যারা উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারা এক্ষেত্রে আবেদনের যোগ্য নন।
নির্ধারিত বয়সসীমা:-
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর অধীনে Apprentice Trainee পদে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০৯/২০২৪ অনুযায়ী ১৮-২১ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST রা ৫ বছর এবং OBC রা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণের মেয়াদকাল:-
আবেদনকারীদের মধ্যে থেকে যারা যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে সারা ভারতে ছড়িয়ে থাকা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের যে কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হবে। এক্ষেত্রে প্রশিক্ষনের মেয়াদকাল হল ১ বছর।
স্টাইপেন্ডের পরিমাণ:-
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে যারা Apprentice Training এর জন্য নির্বাচিত হবেন তাদেরকে ট্রেনিং পিরিয়ড চলাকালীন প্রতি মাসে ৭ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
এক্ষেত্রে দুটি ধাপে আবেদন করতে হবে। প্রথম ধাপে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রথম ধাপে অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন-
১) প্রথমে কেন্দ্রীয় সরকারের Apprentice Training এর অফিসিয়াল ওয়েবসাইট apprenticeshipindia.gov.in এ গিয়ে নিজের নাম, বয়স, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
২) তারপর Apprenticeship Oppertunities ট্যাবে ক্লিক করলে একটি অনলাইন আবেদন পত্র আসবে।
৩) এবারে সেই আবেদন পত্রের বিভিন্ন স্থানে সঠিক তথ্য বসিয়ে পূরণ করে তার সাথে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিতে হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন করা হয়ে গেলে দ্বিতীয় ধাপে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করে। যেমন-
১) সবার প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে সেখান থেকে ৭, ৮ ও ৯ নম্বর পেজ তিনটির একটি করে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
২) তারপর সেগুলিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স যুক্ত করে নির্দিষ্ট ঠিকানাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে।
নির্বাচন পদ্ধতি:-
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর অধীনে Apprentice Training এর জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কেবলমাত্র উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়া অনেকদিন আগে থেকেই অর্থাৎ ১ লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
অফলাইনের মাধ্যমে আবেদন পত্র নিম্নলিখিত ঠিকানাতে পাঠাতে হবে –
Chief Manager (HR) The Jute
Corporation of India Limited,
Patsan Bhawan, 3rd & 4th Floor,
Block CF, Newtown, kolkata-
700156.
Official Notice: Download Now
Registration: Click Here
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.