ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট নবার্ডের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতাই এখানে কর্মী নিয়োগ করা হবে। প্রচুর শূন্য পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি বেরিয়েছে তাই যারা যারা মাধ্যমিক পাস করে চাকরি করার সুযোগ খুঁজছেন তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন।
বিজ্ঞপ্তি নাম্বার: Office Attendant – Group ‘C’ -2024
নিয়োগকারী সংস্থা: NABARD
পদের নাম: এখানে মূলত যে পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে পদের নামটি হল- অফিস অ্যাটেনডেন্ট (গ্রুপ- সি)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পাবেন।
বেতন: এখানে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৫ হাজার টাকা করে।
বয়স: এখানে আবেদন জানাতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে। তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবেন।
মোট শূন্যপদ: সব মিলিয়ে এখানে মোট ১০৮ টি শূন্য পদ রয়েছে।
আবেদন পদ্ধতি: এখানে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
নিয়োগ পদ্ধতি: এখানে মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস:
রিজনিং- 30 নম্বর
ইংরেজি- 30 নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস -30 নম্বর
Total Marks- 120 নম্বর
Duration- 90 মিনিট
Negative Marking- 1/4 th
এছাড়াও চাকরিপ্রার্থীদের ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়েন্সি টেস্ট করা হবে যেখানে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হলে বাংলা ভাষায় পারদর্শী হতে হবে।
পরীক্ষার সেন্টার: আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী ও শিলিগুড়ি।
আবেদন মূল্য: SC/ ST/ OBC PWD/ EXS চাকরি-প্রার্থীদের জন্য আবেদন মূল্য হিসেবে ৫০ টাকা দিতে হবে এবং অন্যান্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন চলবে।
এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে পড়ে নিবেন।
Official Notice: Download Now
Apply Now: Click Here
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.