Primary Teacher Recruitment : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সিংহাসনে বসার পর থেকে পাল্টেছে পশ্চিমবঙ্গের হাল। প্রথম থেকেই তার মূল উদ্দেশ্য রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করে তোলা এবং পড়ুয়াদের উচ্চ শিক্ষিত করে তোলা। এত কিছুর পরও পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা খুবই খারাপ। সম্প্রতি এই নিয়োগ নিয়ে ফের গর্জে উঠেছে রাজ্যের চাকরি প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত ভাবে জানাতে হাজির হয়েছি আজকের প্রতিবেদনের মাধ্যমে। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল এবং ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না।
ফের একবার রাজ্যের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গর্জে উঠেছে চাকরি প্রার্থীরা। শেষ টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়েছে ২০২২ সালে, তারপর থেকে এখনো পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোনো ঘোষণা করেননি পশ্চিমবঙ্গ সরকার। এই অবস্থায় ৫০ হাজার শূন্য পদ তৈরি করে দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন ২০২২ সালের প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীরা। তারা জানিয়েছেন শেষ ২০২২ সালের ১১ ডিসেম্বর টেট হয়েছিল। ফল প্রকাশ পেয়েছিল ১০ই ফেব্রুয়ারি ২০২৩ সালে। তারপর থেকে কোনো নিয়োগ প্রকাশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের।
এই ব্যাপারে চাকরিপ্রার্থী মোহিত করাতি জানিয়েছেন যে, “প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আমাদের বলেছিলেন, কোনও বাধা না থাকলে ৫০ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। আমাদের নিয়োগ নিয়ে তো আদালতে মামলা চলছে না। তা হলে কেন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না?” এই ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে, “পর্ষদ নিয়োগ করতে পারে না। সরকার শূন্য পদের সংখ্যা দিলে তবেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে। আগের নিয়োগ প্রক্রিয়া আইনি জটে আটকে রয়েছে। সেই প্রক্রিয়া শেষ না হলে কী ভাবে নতুন বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব?”
প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
আরো খবর পড়ুন: CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.