পশ্চিমবঙ্গে ১৪ হাজার শূন্য পদে গ্রুপ ডি হোম গার্ড নিয়োগ | West Bengal Home Guard Recruitment

রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড় একটি চাকরির সুখবর। অষ্টম শ্রেণী পাশে 14000 পদে গ্রুপ ডি তথা হোম গার্ড পদে কর্মী নিয়োগ করা হবে। যারা যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন কিন্তু ভালো কোন চাকরির খোঁজ পাচ্ছেন না অবশেষে তাদের কপাল খুলতে চলেছে। বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে। ইতিমধ্যেই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারেন। এখানে আবেদন জানিয়ে চাকরি করতে চাইলে অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন।

বিজ্ঞপ্তি নাম্বার: 426-Sanction/HHA-11012(12)/8/2020-PM SEC

পদের নাম: অস্থায়ী তথা চুক্তিভিত্তিকভাবে গ্রুপ ডি তথা হোম গার্ড

শিক্ষাগত যোগ্যতা: মূলত এখানে অষ্টম শ্রেণী পাসযোগ্য তাতে কর্মী নিয়োগ করা হবে তবে যারা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাশ করে রয়েছেন তারাও এখানে আবেদন জানাতে পারেন।

বয়স: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়সের কোন উল্লেখ করা হয়নি। তবে ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সকলেই আবেদন জানাতে পারবেন। নারী-পুরুষ সকলেই এখানে আবেদনযোগ্য।

বেতন: এখানে যারা কাজের নিযুক্ত হবেন তারা প্রতিদিন ৬২৬ টাকা করে ভাতা পেয়ে যাবেন।

ট্রেনিং: যারা যারা এখানে সিলেক্টেড হবেন তাদের তিনদিনের ট্রেনিং করিয়ে সরাসরি কাজে নিযুক্ত করানো হবে।

আবেদন পদ্ধতি: এখানে যারা যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে সাদা কাগজের উপর দরখাস্ত লিখে আবেদন করার কথা বলা হচ্ছে। এখানে যারা যারা আবেদন জানাবেন তারা অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, এডমিট কার্ড এবং ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স জমা করবেন।

নিয়োগ পদ্ধতি: এখানে কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না যেহেতু এটি জরুরি ভিত্তিক নিয়োগ তাই শারীরিক সক্ষমতা যাচাই করেই নিয়োগ দেওয়া হবে।

সামনেই রয়েছে দূর্গা পুজো তাই এই দুর্গা পূজার ভিড় সামলাতে রাজ্য সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৪০০০ পদে নিয়োগের কথা বলা হয়েছে। তবে বিশেষভাবে মনে রাখতে হবে এটি অবশ্যই অস্থায়ী এবং চুক্তিভিত্তিক ও সাময়িক সময়ের জন্য।

আরো চাকরির খবর পড়ুন: CLICK HERE 

Leave a Comment